18 Disem 2020, 04:35 Pm
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের মেধা তালিকা ২১ ডিসেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
উক্ত ফলাফল এসএমএসের মাধ্যমে nu<space>atmp<space>roll নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে। একই দিন ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এ রাত ৯টা থেকে পাওয়া যাবে। বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় এনে এই ভর্তি কার্যক্রমের অনলাইন ক্লাস ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। অর্থাৎ দ্বৈত ভর্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছেন।