২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২০:৩৯ ময়মনসিংহ প্রতিনিধি
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি আমলের ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ আজ ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীদের সরকারি সহায়তার চেক ও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণপূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে প্রতিমন্ত্রী শরিফ আহমেদ আরো বলেন, বাংলাদেশের একটি মানুষও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, জেলা সমাজসেবা অফিসের পরিচালক তাহমিনা আক্তার, উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আগমনে অনুষ্ঠানটি বিশাল জনসভায় রূপ নেয়। এর পূর্বে প্রতিমন্ত্রী গফরগাঁওয়ের জনপ্রিয় প্রয়াত সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের কবর জিয়ারত করেন।
মুক্তিরআলোটুয়েন্টিফোর.কম / রেজা